ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে মরা গরুর মাংস বিক্রিকালে ৩ কসাই গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

রাজশাহী: নগরীর শালবাগান এলাকায় মঙ্গলবার ইফতারির আগ মুহূর্তে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে তিন কসাইকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর দরগাপাড়া এলাকার সাত্তার, আমিনুল ইসলাম ও কুদ্দুস আলী।



বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন জানান, মঙ্গরবার বিকেলে ওই তিন গরু ব্যবসায়ী বাগমারার তাহেরপুর এলাকা থেকে দু‘টি গরু কিনে নিয়ে আসার সময় রাস্তায় একটি গরু মারা যায়। সন্ধ্যায় ওই মরা গরুটি নগরীর শালবাগান এলাকায় এনে জবাই করে মাংস বিক্রি শুরু করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ধারণা করা হচ্ছে ওই গরুটি অ্যানথ্রাক্স আক্রান্ত ছিল।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।