ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে র‌্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতির হোতা আপেল মিন্টু গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

চট্টগ্রাম: চট্টগ্রামে র‌্যাব-পুলিশ পরিচয়ে ডাকাতি ও ছিনতাইয়ের অন্যতম হোতা মিন্টু ওরফে আপেল মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে নগরীর শুলকবহর এলাকার রওশন বোর্ডিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


 
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মিন্টুর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। আপেল মিন্টু এর আগে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল আবদুল হাকিমের ঘনিষ্ট সহযোগী হিসেবে পরিচিত।

সিএমপি’র পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার রেজাউল মাসুদ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘মিন্টু র‌্যাব-পুলিশ পরিচয়ে মানুষের ঘরে ঢুকে ডাকাতি ও ছিনতাই করে বেড়ায়। গোপন সংবাদের ভিত্তিতে রওশন বোর্ডিং থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ’

মিন্টুর অপর সহযোগী সাখাওয়াতকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।  

সাখাওয়াতের কাছে পুলিশের হ্যান্ডকাপ, হেলমেট, লেগপ্যাড,  এপ্রোনসহ বিভিন্ন  ধরনের সরঞ্জাম রয়েছে বলে মিন্টু জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।