ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাবুবাজারে ফল বিক্রেতার লক্ষাধিক টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

ঢাকা : কোতয়ালী থানার বাবুবাজার কলাপট্টি এলাকায় মঙ্গলবার দুপুরে এক ফল ব্যবসায়ীকে মারধোর করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

আহত ফল ব্যবসায়ীর নাম মো: মানিক মিয়া (৫০)।

তিনি পুরান ঢাকার বাবুবাজার এলাকার রব্বানীর বাড়িতে ভাড়া থাকেন।

আহতের ভাতিজা ওয়াসিম বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, চাঁপাইনবাবগঞ্জে ছেলে মনির হোসেনের কাছে ৩ লাখ টাকা টিটি করার জন্য বাবুবাজার শাখার উত্তরা ব্যাংকে যাওয়ার পথে কলাপট্টি এলাকায় দুপুর দেড়টার সময় তিন-চারজনের একদল ছিনতাইকারি মানিকের পথরোধ করে। এ সময় এলোপাথাড়ি কিলঘুষি দিয়ে তার কাছে থাকা তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় মতিউর রহমানকে তার ভাতিজা ওয়াসিম প্রথমে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে আক্রান্ত ব্যক্তির পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ করা হয়নি বলে তিনি জানান।

বাংলাদেশ সময় : ২০০৫ ঘণ্টা, ২৪ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।