ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

অ্যাপোলো হাসপাতালে নার্সদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

ঢাকা: ১২ নার্সকে বরখাস্তের ঘটনায় মঙ্গলবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালের সামনে বিক্ষোভ করেছে চাকরি হারানো নার্স ও তাদের আত্মীয়স্বজনরা। এ সময় রোগীদের সেবায় গাফিলতির অভিযোগে রোগীর আত্মীয় স্বজনরাও বিক্ষোভ দেখায়।



জানা গেছে, দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ বরখাস্তের একটি বিজ্ঞপ্তি টানিয়ে দিলে তালিকায় নাম থাকা নার্স ও তাদের আত্মীয় স্বজনরা বিকেলে হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। তাদের সঙ্গে যোগ দেয় হাসপাতালে ভর্তি রোগীর আত্মীয় স্বজনরাও।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘পরিস্থিতি এখন শান্ত। ’

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চাকরি হারানো নার্সদের আলোচনা চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।