ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে ৭০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
রাঙামাটিতে ৭০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটির বিভিন্ন উপজেলার ৭০ মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান হিসেবে হিসেবে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের সদস্য সচিব সুনীল কান্তি দে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।