ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাইশফাঁড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে নাসাকার সশস্ত্র অবস্থান, আতংক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, জুন ২০, ২০১০

বান্দরবান: বান্দরবানের নাই্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে সশস্ত্র অবস্থান নিয়েছে মিয়ানমার সীমান্তরী বাহিনী নাসাকা। সেখানে তারা সড়ক নির্মাণ করছে এবং বাংলাদেশের সীমানায় ঢুকে কৃষকদের হুমকি দিয়ে যাচ্ছে।

  এ কারণে বাইশফাঁড়ি ও আমতলী সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে দেখা দিয়েছে আতংক।

তুমব্র“ সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ী মোহাম্মদ হোসেন জানান, রোববার মিয়ানমারের শ্রমিকরা সীমান্ত এলাকায় বেড়িবাঁধ এবং কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। বাইশফাঁড়ি সীমান্তের ৩৮নং সীমান্ত পিলারের জিরো পয়েন্টে নাসাকাবাহিনী সশস্ত্র অবস্থান নিয়েছে।

ঘুমধুম ইউপি সদস্য ফরিদ আলম জানান, বাইশফাঁড়ি এলাকায় মিয়ানমার সীমান্তরীরা বাংলাদেশের ভেতরে ঢুকে  কৃষকদের হুমকি দিচ্ছে। কৃষকরা ভয়ে জমিতে চাষাবাদ করতে পারছে না।

জানা গেছে, ঘুমধুম ইউনিয়নের তুমব্র“, বাইশফাঁড়ি, রেজু, আমতলী সীমান্তে মিয়ানমার নাসাকা বাহিনী কাঁটাতারের বেড়া ও মাটির সড়ক নির্মাণ করছে।

তুমব্র“ সীমান্তে বেড়িবাঁধ তৈরি করায় বন্যায় ঘুমধুম ইউনিয়নের ২০ হাজার মানুষ প্লাবিত হয়েছে। শতাধিক গুদামঘর ও মাটির ঘর বন্যার পানিতে ডুবে গেছে।

ঘুমধুম ইউনিয়ন চেয়ারম্যান দীপক চক্রবর্তী জানান, বাইশফাঁড়ি সীমান্তে নাসাকা সশস্ত্র অবস্থান নিয়ে সড়ক নির্মাণ করছে।
(আপডেট আসছে)

বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ২০, ২০১০
প্রতিনিধি/বিকে/ জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।