ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বর্ণাঢ্য আয়োজনে মাগুরা মুক্ত দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৭
বর্ণাঢ্য আয়োজনে মাগুরা মুক্ত দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ এ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকাল সাড়ে ১১ টায় শহরের নোমানী ময়দান শহীদ স্মৃতিস্তম্ভ থেকে র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে শহরের আছাদুজ্জামান মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলীর সভাপতিত্বে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মেজর জেনারেল অব. এটিএম আব্দুল ওয়াহহাব এমপি।

বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কামরুল লাইলা জলি এমপি।

বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুণ্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সহ সভাপতি মুন্স রেজাউল হক, আবু নাসির বাবলু, গোলাম মওলা, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।