ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে গ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৭
রাজশাহীতে গ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী মহানগরীর সপুরা এলাকার পেট্রোমা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি গ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

চুলার আগুন থেকে সোমবার (০৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওই কারখানার স্বত্ত্বাধিকারী আব্দুল মান্নানের বরাত দিয়ে তিনি জানান, গ্রিজ তৈরি করতে চুলার উপর তেল দেওয়া হয়েছিলো। হঠাৎ করে চুলা থেকে আগুন লেগে যায়। প্রতিষ্ঠানের লোকজন আগুন নেভাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।  

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রায় ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্টেশন অফিসার ফরহান।  

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৭
এসএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।