ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চট্টগ্রামে ১০ লাখ টাকার ভারতীয় কাপড় আটক, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী থানাধীন মনসুরাবাদ এলাকা থেকে অবৈধভাবে আনা ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় কাপড় আটক করেছে পুলিশ। পুলিশ এসময় অবৈধভাবে কাপড় আনার অভিযোগে জাফর (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।



পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৯টার দিকে ট্রাকে করে আনা ৫৫২টি ভারতীয় শাড়ি ও ৬৪৭ পিস থ্রিপিস আটক করা হয়। তবে ট্রাকচালকসহ চোরাচালান দলের বাকি সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি)  ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ‘ঈদকে উপলক্ষে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় কাপড়গুলো কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চট্টগ্রামের চকবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ’
 
ট্রাকের পিছনে মাইক্রোবাসে থাকা চোরাচালানি দলের সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় বলে তিনি জানান।

তিনি আরও জানান, এ ব্যাপারে ডবলমুরিং থানায় বিশেষ মতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।