ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদ্রোহের অভিযোগে বিডিআরের ডিএডি বরখাস্ত

স্টাফ করেসপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

ঢাকা: বিদ্রোহের ঘটনায় বিডিআরের আরও একজন উপ-সহকারী পরিচালককে (ডিএডি) মঙ্গলবার বরখাস্ত করা হয়েছে।

বিডিআর সদর রাইফেল ব্যাটলিয়নের পরিচালক কর্নেল আজীজ বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, ২৪ আগস্ট ৩৬ রাইফেল ব্যাটলিয়নের ডিএডি সিরাজকে বিডিআরের প্রচলিত আইন অমান্য করায় বরখাস্ত করা হয়েছে।



এর আগে একজন ডিএডিসহ ১১জন বেসামরিক কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। সে সময় রাজধানীর বাইরে কয়েকটি স্থানেও বিদ্রোহ হয়। এরপর বিডিআর আইনে বিদ্রোহের বিচারে গত বছরের নভেম্বরে সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে।

বাংলাদেশ সময় : ১৫৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।