ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে গরুবোঝাই নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৭
গোদাগাড়ীতে গরুবোঝাই নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ঘুণ্টি এলাকায় গরুবোঝাই নসিমন উল্টে তরিকুল ইসলাম (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

তরিকুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বটতলাহাট ফুলবাগান এলাকার বাসিন্দা।

 

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বাংলানিউজকে জানান, রাজশাহীর সিটি হাটে গরু নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। কয়েকজন ব্যবসায়ী নসিমনে গরু বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন। পথে ঘুণ্টি এলাকায় নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়।  

তিনি জানান, দুর্ঘটনায় আহত হন আরও কয়েক ব্যবসায়ী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো অভিযোগ না থাকায় নিহত গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে বলেও জানান গোদাগাড়ী থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৭
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।