ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত, ভারী বর্ষণের পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০
সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত, ভারী বর্ষণের পূর্বাভাস

ঢাকা: সাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য ও গভীর সঞ্চরণশীল মেঘমালার প্রভাবে শুক্রবার সকাল ৫টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।



সেই সঙ্গে উপকূলবর্তী অঞ্চল ও তিনটি সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে অধিদপ্তর। এছাড়া নৌবন্দর সমূহকে দেখিয়ে যেতে বলা হয়েছে দুই নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।  

এদিকে, অধিদপ্তরেরর সন্ধ্যা ছয়টা পর্যন্ত এক পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

দেশের বিভিন্ন স্থানে ঝড় ও বৃষ্টির খবর পাওয়া গেছে। প্রচণ্ড ঝড়ো হাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।