ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে ২১ সেপ্টেম্বর

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীকে আগামী ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

মঙ্গলবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহিনূর ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।



তিনি জানান, নিজের খাস কামরায় আসামি ও রাষ্ট্র পক্ষের আইনজীবীদের সঙ্গে আলোচনা করে বিচাপতি নিজামুল হক নাসিম এ তারিখ নির্ধারণ করেছেন। এ সময় তার সঙ্গে ট্রাইব্যুনালের অপর দুই বিচারপতি এ টি এম ফজলে রাব্বি ও এ কে এম জহির আহমেদও উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর ছয়টি রিট পিটিশনের যে শুনানি মঙ্গলবার হওয়ার কথা ছিল সেগুলোও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী মঙ্গলবরার দেলাওয়ার হোসাইন সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির এবং জামায়াতে ইসলামীর ছয়টি রিট পিটিশনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এজলাসে সংস্কার কাজ চলায় সোমবার তা বাতিল করা হয় এবং মঙ্গলবার পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাংবাদিকদের জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।