ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ৫ ইটভাটাকে জরিমানা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
ময়মনসিংহে ৫ ইটভাটাকে জরিমানা 

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাঁচটি ইটভাটাকে ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন করিম এ অভিযান পরিচালনা করেন।  

বাংলানিউজকে তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুসারে ওই পাঁচ ইটভাটাকে এ জরিমানা করা হয়েছে।

এর মধ্যে জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কাঠ দিয়ে ইট পোড়ানোর অপরাধে ‘সেবা ব্রিকস’ নামে ইটভাটাকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।  

পরে আরও ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে মোট ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন করিম।  

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭ 
এমএএএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।