ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নিমতলীর আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের শিক্ষা উপকরণ বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, জুন ২০, ২০১০

ঢাকা: জামাতের আমীর মতিউর রহমান নিজামী নিমতলী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীদের সব ধরনের সাহায্য দিতে সরকারি-বেসরকারি সংস্থাকে আহ্বান জানিয়েছেন।

আজ রোববার বিকেলে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয় আল-ফালাহ মিলনায়তনে ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণকালে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র শিবিরের সভাপতি রেজাউল করিম।

মতিউর রহমান ক্ষতিগ্রস্তদের ২৭ জনকে শিক্ষা উপকরণ ও প্রত্যেককে তিন হাজার টাকা নগদ আর্থিক সহায়তা দেন। ভবিষ্যতেও সব ধরনের সাহায্য দেওয়ার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মো. সোহেল খান এবং ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ডা. ফখরুদ্দিন মানিক।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘন্টা, জুন ২০, ২০১০
এমএম/আরটি/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।