ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আনন্দ শোভাযাত্রার রুট নিয়ে ডিএমপির নির্দেশনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
আনন্দ শোভাযাত্রার রুট নিয়ে ডিএমপির নির্দেশনা যেসব রুট বাদ দিয়ে চলাচল করতে হবে নগরবাসীকে

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’-এর অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি লাভ করেছে।

এই অসামান্য অর্জনকে ২৫ নভেম্বর (শনিবার) ‘আনন্দ শোভাযাত্রা’র মাধ্যমে সারাদেশে উদযাপন করা হবে।
 
রাজধানীতে বেলা ১২টায় আনন্দ শোভাযাত্রা শুরু হবে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর থেকে।

এরপর মিরপুর রোডের রাসেল স্কয়ার ক্রসিং হয়ে কলাবাগান দিয়ে সাইন্সল্যাব বামে মোড় নিয়ে বাটা সিগন্যাল-কাঁটাবন ক্রসিং হয়ে শাহবাগ ডানে মোড় নিয়ে ছবির হাট হয়ে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত।

যে সব গেট ব্যবহার করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করা যাবে- ছবির হাট গেট (চারুকলার বিপরীতে), টিএসসি গেট, বাংলা একাডেমির বিপরীতের গেট, কালী মন্দির গেট, তিন নেতার মাজার গেট।

শুক্রবার (২৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নগরবাসীকে ডিএমপি’র ট্রাফিক দক্ষিণ বিভাগের রুট ম্যাপ মেনে চলাচল ও ট্রাফিক বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।