ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জে পরীক্ষায় জালিয়াত চক্রের একসদস্য আটক

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের র‌্যাব সদস্যরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষায় জালিয়াত চক্রের এক সদস্যকে আটক করেছে।

আটককৃত মো. শহিদুল ইসলাম (২৫) সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

তার বাড়ি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার দূর্গাপুর গ্রামে।

র‌্যাব জানায়, শহরের স্বাধীনতা স্কয়ারের একটি হোটেল থেকে সোমবার রাত সাড়ে ৯টায় শহিদুলকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৬টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার সাদা খাতা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব অপরাধ দমন বিশেষ দলের অধিনায়ক মো. শহিদ উল্লাহ জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা বা কর্মচারীর যোগসাজসে একটি চক্র এ ধরনের কাজে জড়িত রয়েছে। ওই চক্রের একজনকে র‌্যাব আটক করেছে।


বাংলাদেশ সময়: ২৩৩০ঘণ্টা, আগস্ট ২৩,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।