ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দূঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে স্পিকারের সংসদ ভবনের কার্যালয়ে এক বৈঠকে তারা এ আশা প্রকাশ করেন।

ঢাকায় অনুষ্ঠিত ৬৩তম সিপিসি সম্মেলন, আন্তঃদেশীয় যোগাযোগ বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

 

এ সময় স্পিকার কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) ভারতের লোকসভা ও রাজ্যসভার প্রতিনিধিদল অংশগ্রহণ করায় লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে ধন্যবাদ জানান। আর ভারতীয় হাইকমিশনার ৬৩তম সিপিসি সফলভাবে আয়োজন করায় স্পিকারকে অভিনন্দন জানান।

একই দিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে অস্ট্রেলিয়ার সিনেটর ক্ল্যায়ার মুরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকালে তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা করেন। প্রতিনিধি দল সংসদ অধিবেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।