ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

শাহজালালে ৬৩৫ কার্টন সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
শাহজালালে ৬৩৫ কার্টন সিগারেট জব্দ জব্দ হওয়া সিগারেট

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৬৩৫ কার্টন সিগারেট জব্দ করেছ ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

সিগারেট বহনকারী যাত্রীরা হলেন- চট্টগ্রামের মোহাম্মদ লোকমান (৩৩) ও চাঁদপুরের বিল্লাহ হোসেন (৩৭)।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) সাইদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রিভেন্টিভ দল সোমবার (২০ নভেম্বর) রাতে জেদ্দা থেকে এসভি ৮০২ একটি ফ্লাইটে করে আসা ওই দুই যাত্রীর কাছ থেকে ৬৩৬ কার্টন ইজি অ্যান্ড বেনসন সিগারেট জব্দ করে। জব্দ সিগারেটের মূল্য প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা।

সাইদুল ইসলাম বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দ হওয়া সিগারেটের বিষয়ে শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এসজে/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।