ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ যাত্রী আটক জব্দ করা স্বর্ণ/ছবি: বাংলানিউজ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত কেজি স্বর্ণসহ আলম (৪৫) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টিম।

সোমবার (২০ নভেম্বর) দুপুরে বাংলানিউজকে বিষয়টি জানান ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) সাইদুল ইসলাম।

তিনি বাংলানিউজকে বলেন, সকাল ৯টায় বাহরাইন থেকে গলফ এয়ারের ফ্লাইট নম্বর জিএফ২৪৮-তে শাহজালালে অবতরণ করেন।

এরআগে গ্রিন চ্যানেলে যাত্রী আলমকে স্বর্ণ বহনের কথা জিজ্ঞাসা করলে তিনি তা যথারীতি অস্বীকার করেন। পরে ব্যাগেজ স্ক্যান করে কম্বলের ভিতর থেকে ৫৮ পিস স্বর্ণের বার (৬ কেজ ৭শ গ্রাম) উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা।

সাইদুল ইসলাম আরও বলেন, যাত্রী আলমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। পেশায় তিনি কন্সট্রাকশন শ্রমিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, একই এলাকার পরিচিত বন্ধু হায়দার তাকে কম্বলটা দেন। হায়দার বাহরাইনে সাইকেল মেরামতের দোকানে কাজ করেন। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
এসজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।