ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাবনায় অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলায় মঙ্গলবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবারের ১৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ২০ লাখ টাকা।



তিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, রাতে সেহরি খাওয়ার আগ মুহূর্তে উপজেলার একদন্ত ইউনিয়নের চান্দাই গ্রামের আলহাজ আকবর মুন্সির বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে একে একে আলহাজ আকবর আলী মুন্সি, আ. মান্নান মুন্সি, ডা. আ. মতিন, আ. আওয়াল মুন্সি ও আ. রহমানের ১৫টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

আগুনে ধান, চাল, পাট, গম, পেঁয়াজ, গরু-ছাগল, হাঁস-মুরগি, স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিগ্রস্ত পরিবারগুলো সব কিছু হারিয়ে এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।