ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, নভেম্বর ১৯, ২০১৭
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ের ধলকুণ্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. আহাদ (৩০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে কালামপুর-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কে এ দুঘর্টনা ঘটে।

আহাদ ধামরাই উপজেলার ইকুরিয়া গ্রামের মো. আব্দুল রশিদ মাস্টারের ছেলে এবং দক্ষিণ বান্নল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

ধামরাই থানার উপ পরিদর্শক (এসআই) ভজন রায় বাংলানিউজকে জানান, দুপুরে ধলকুণ্ড উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষার গার্ড শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আহাদ। পথে কালামপুর-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কে এলে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ