ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভুল চিকিৎসায় রোগির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

ঢাকা: মেহেরপুরে ভুল চিকিৎসার পর চারমাস ভুগে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন শারমীন (৩০)। ঢাকার মহখালীর মেট্রোপলিটন হাসপাতালে সোমবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।



শারমীনের বাড়ি মেহেরপর জেলায়। তার স্বামীর নাম মিজানুর রহমান।

মিজানুর রহমান বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, গতএপ্রিল মাসের শেষ দিকে মেহেরপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমেনের অধীনে তার স্ত্রীর প্রসূতি অস্ত্রপ্রচার (সিজার অপারেশন) হয়। তারপর থেকে শারমীন শারিরীকভাবে অসুস্থ হয়ে পড়েন। চারমাস ধরে ওই চিকিৎসকের অধীনে নানাধরনের চিকিৎসা হয়। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা অস্ত্রপ্রচার করে পেট হতে গজফিতা বের করেন। কিন্তু তারপরও তার শারীরিক অবস্থার উন্নতি হয় না। পরে চলতি মাসের ৮ তারিখে তাকে মহাখালীর মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় মৃত্যুর কোলে ঢলে পড়েন শারমীন।

এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে হত্যামামলা করবেন বলে মিজানুর জানান।

বাংলাদেশ সময় : ২২২০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।