ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রেন লাইনচ্যুত: জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

জামালপুর: লোকাল ট্রেন লাইনচ্যুত হওয়ায় সোমবার রাত থেকে জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এসময় ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২০ জন যাত্রী আহত হন।



ট্রেনের যাত্রীরা জানিয়েছেন, রাত ৯ টার দিকে জামালপুর কোর্ট স্টেশনের আউটার সিগন্যালের কাছে ময়মনসিংহ থেকে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেনের ইঞ্জিন এবং দুটি বগি লাইনচ্যুত হয়। বিকট শব্দে ট্রেনের ইঞ্জিন লাইন থেকে ছিটকে পড়ে এবং ইঞ্জিনের পিছনের দুইটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জামালপুর জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপকে জানানো হয়েছে। ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন যাওয়ার পর রাতের মধ্যেই উদ্ধার কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সময় ২১৪৯ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১০


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।