[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৮ কার্তিক ১৪২৫, ২৩ অক্টোবর ২০১৮
bangla news

বনানীতে অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি, নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১১-১৪ ১১:০৩:১৬ এএম
বনানীতে সন্ত্রাসীদের গুলি ছুড়া বাড়ির সামনে পুলিশ- ছবি: শাকিল

বনানীতে সন্ত্রাসীদের গুলি ছুড়া বাড়ির সামনে পুলিশ- ছবি: শাকিল

ঢাকা: রাজধানীর বনানীতে মুন্সি ওভারসিজ নামের একটি রিক্রুটিং এজেন্সির অফিসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। গুলিতে  ঘটনাস্থলে প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেনের (৫০)  মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে বনানী চার নম্বর রোডের ১৩ নম্বর বাড়ির ওই অফিসে এ ঘটনা ঘটে। আহতদের  তিনজনকে হাসপাতালে ভর্তি আছেন।

নিহত সিদ্দিক হোসেনের বাড়ি টাঙ্গাইলে। তার বাবার নাম মৃত আয়নাল আলী।

আহতরা হলেন-  মির্জা পারভেজ  (৩০), মোখলেসুর রহমান (৩৫) ও মো. মোস্তাফিজুর রহমান (৩৯) 
মোখলেসুর রহমানের গ্রামের বাড়ি সখিপুরে। তার বাবার নাম আরফান আলি। মিরাজ পারভেজের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তার বাবার নাম আবুল খায়ের। মোস্তাফিজুর রহমান গ্রামের বাড়ি টাঙ্গাইল। বাবার নাম  আব্দুল সবুর।
নিহতের স্বজনদের আহাজারি- ছবি: শাকিলঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বাংলানিউজকে বলেন, বনানীতে একটি অফিসে সন্ত্রাসীরা হামলা চালালে একজন নিহত ও তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। 

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭/ আপডেট ২২৩৩
এজেডএস/এসজেএ/আইএ/বিএস 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache