[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৮ কার্তিক ১৪২৫, ২৩ অক্টোবর ২০১৮
bangla news

চৌদ্দগ্রামে বাস চাপায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১১-১৪ ১০:৫৬:১৭ এএম
চৌদ্দগ্রাম

চৌদ্দগ্রাম

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বাসের চাপায় মো. হাসান (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী।

নিহত হাসান উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের নজরুল ইসলামের ছেলে। আহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকায় ফেনীগামী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে চালক হাসান ও মোটরসাইকেলে থাকা আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
এএটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache