ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে সদ্য ভূমিষ্ঠ শিশুসহ গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

সাভার: এবার সদ্য ভূমিষ্ঠ শিশুসহ আত্মতহত্যা করলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সাভার বাসস্ট্যান্ড এলাকায়।

ঢাকা-আরিচা মহাসড়কের একটি ওভারব্রিজ থেকে লাফিয়ে পড়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

সাভার উপজেলা কমপ্লেক্সের একটি ব্যবস্থাপত্রের সূত্র ধরে জানা গেছে, তার নাম খবিরুন বেগম।

সোমবার ভোরে নবজাতকসহ ওই খবিরুনের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গত কয়েক মাসের ব্যবধানে রাজধানীর জুরাইনে দুই সন্তানসহ রীতা ও এরপর কমলাপুরে বিলাসী নামে আরেক গৃহবধূসহ বেশ কয়েকটি আত্মহত্যার ঘটনা ঘটে। এসব আত্মহত্যার মূলত কারণ ছিল- পারিবারিক কলহ, যৌতুকের চাপ কিংবা স্বামীর দ্বিতীয় বিয়ে।

তবে সাভারে সন্তানসহ ওই গৃহবধূর আত্মহত্যার কারণ জানা যায়নি।

পুলিশের ধারণা, অর্থ সঙ্কট কিংবা অবলম্বন না থাকায় প্রসব যন্ত্রণায় কাতর হয়ে ভবিষ্যতের কথা ভেবে খবিরুন আত্মহত্যা করেছেন।

সাভার থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহবুবুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বলেন, ‘ওই গৃহবধূর পূর্ণাঙ্গ পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এর পরই আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটন সম্ভব হবে। ’

সাভার থানা উপ-পরিদর্শক (এসআই) ফরিদ হোসেন জানান, গৃহবধূর সঙ্গে সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের একটি ব্যবস্থাপত্র পাওয়া গেছে। এতে তার স্বামীর নাম হিসেবে লেখা রয়েছে লাবলু মিয়া।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, গভীর রাতে সন্তান সম্ভবা এক মা তাদের কাছে এসেছিলেন। রোগীর অবস্থা জটিল হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিলো।

স্থানীয়রা জানিয়েছেন, রাতে ওভারব্রিজে ওই গৃহবধূকে হাটাহাটি করতে দেখা গেছে।

এ ব্যাপারে সাভার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।