ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে ১০ মুক্তিযোদ্ধার কর ও পানির বিল মওকুফ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌর এলাকায় বসবাসরত ১০ মুক্তিযোদ্ধার কর ও পানির বিল মওকুফ করেছে পৌর কর্তৃপক্ষ।

সোমবার বিকালে পৌরসভা মিলনাতয়নে ওই দশ মুক্তিযোদ্ধাকে এ বিষয়ক প্রজ্ঞাপন হস্তান্তর করা হয়।



সুবিধা পাওয়া মুক্তিযোদ্ধারা হলেনÑসহিদুল ইসলাম ফারুক, এম এম সাত্তার, এস এম হালিম, নিখিল চন্দ্র সাহা, মঞ্জুর আহমেদ, আব্দুল আজিজ, মাহমুদ আক্তার, আব্দুস ছামাদ, সিরাজুল হক খান ও দেওয়ান শাহ আলম।

তারা বছরে ২৪ হাজার ৬ শ’ ১৮ টাকা পৌর কর দিতেন।

পর্যায়ক্রমে পৌর এলাকায় বসবাসরত আরও মুক্তিযোদ্ধাকে এ সুবিধার আওতায় আনা হবে বলে জানান পৌর মেয়র মো. রমজান আলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ জাহিদ মালেক স্বপন, মেয়র মো. রমজান আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দিন খান হাবু, সাবেক সাংসদ মফিজুল ইসলাম খান কামাল, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।