[x]
[x]
ঢাকা, রবিবার, ৮ আশ্বিন ১৪২৫, ২৩ সেপ্টেম্বর ২০১৮
bangla news

নলডাঙ্গায় ইয়াবাসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১১-১০ ১০:৫৬:৫২ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় ইয়াবাসহ চার মাদক বিক্রেতা ও সেবনকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মোমিনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সদর উপজেলার হাগুরিয়া এলাকার মজিবর রহমানের ছেলে সুমন (২২), দিঘাপতিয়া কলেজপাড়া এলাকার আমনাস আলীর ছেলে আলামিন (২৬), মৃত নজরুল ইসলামের ছেলে সুজন (২০) ও আব্দুস সাত্তারের ছেলে মুন (২৩)।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আলমঙ্গীর পাশা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় আটকরা একটি ইজিবাইকে করে রাজশাহীর তাহেরপুর এলাকা থেকে নাটোরে ফিরছিলেন। পরে নলডাঙ্গা উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের মোমিনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় সুমনের কাছ থেকে ১০ পিস, আলামিনের কাছ থেকে ৮ পিস, সুজনের কাছ থেকে ৫ পিস ও মুনের কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় নলডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   ইয়াবা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa