ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গি নির্মূল করা এখন সময়ের ব্যাপার: মঞ্জুরুল আহসান

স্টাফ করেসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেছেন, দেশের সর্বোচ্চ আদালত থেকে রায় পাওয়ার পর ’৭২’র সংবিধানে ফিরে যাওয়া এবং জামায়াতকে নিষিদ্ধ করে জঙ্গি নির্মূল করা এখন সময়ের ব্যাপার মাত্র।

সোমবার জাতীয় প্রেসকাবের ভিআইপি লাউঞ্জে দি এডিটর ডট নেট’র ‘চরমপন্থী ও জঙ্গিবাদ : বাংলাদেশের রাজনৈতিক দলের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।



মঞ্জুরুল আহসান বলেন, ‘আদালত থেকে পঞ্চম সংশোধনী বাতিল হওয়ার পর দেশ ’৭২’র সংবিধানে ফিরে গেছে। ফলে ’৭২ এর সংবিধান অনুযায়ী ধর্মভিত্তিক দল হিসাবে জামায়াতের রাজনীতিও নিষিদ্ধ হয়েছে সঙ্গে সঙ্গেই। ’

পুরনো সংবিধানে ফিরতে তাই বাড়তি কোনো কমিটি করার প্রয়োজন নেই বলেও অভিমত দেন তিনি।

সেইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন সরকার জামায়াতকে নিষিদ্ধ করে জঙ্গি দমনে এখনই উদ্যোগ নিচ্ছে না?
 
অনুষ্ঠানে সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো বলেন, ‘জঙ্গিবাদের সঙ্গে জামায়াত জড়িত এতে কোনো সন্দেহ নেই। ’

রাজনৈতিক দলগুলোকে সাংস্কৃতিক চর্চা বাড়িয়ে সামাজিক সম্প্রীতির মাধ্যমে জঙ্গিবাদ দূর করতে কাজ করার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাংসদ নাজমা আখতার বলেন, ‘পঁচাত্তর পরবর্তী সময় থেকে জঙ্গিবাদের শুরু। আর এ কাজের মদদদাতা তৎকালীন সেনাশাসক জিয়াউর রহমান। ’

সুজন’র সভাপতি বদিউল আলম মজুমদার বলেন, ‘গুটিকয় জঙ্গিকে ফাঁসি দিয়ে দেশ থেকে জঙ্গিবাদ দূর করা যাবে না। এজন্য রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক সংস্কৃতি পরির্বতনে এগিয়ে আসতে হবে। ’

সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহর সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, সাবেক কূটনৈতিক ওয়ালিউর রহমান, আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৯৩৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad