ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় গোলাম আজমের বিরুদ্ধে তদন্ত শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

ঢাকা: জামায়াতের সাবেক আমীর একাত্তরের আলবদর বাহিনীর প্রধান গোলাম আজমসহ ব্রাহ্মণবাড়িয়ায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন কর্মকর্তা।

সোমবার সকালে তদন্ত দলটি প্রথম দিনে ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন এবং নতুন জেলখানা, কুরুলিয়া ব্রিজের কাছে অবস্থিত গণকবর, পইরতলা বধ্যভূমি পরিদর্শন করেন।

তারা কয়েকজন প্রত্যদর্শীর স্যা গ্রহণ করেন।

দলের সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান, শ্যামল চৌধুরী ও প্রবীর ভট্টাচার্য।

দলের প্রধান মতিউর রহমান সাংবাদিকদের জানান, একাত্তরের মানবতাবিরোধী সব অভিযোগের তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

তবে তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত জানাতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।