ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফতুল্লায় দুর্ধর্ষ ডাকাতি: আহত ১

২৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, জুন ২০, ২০১০

ঢাকা : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন দৌলতপুরে শনিবার দিবাগত রাতে সাইফুল নামের এক ব্যবসায়ীর বাড়ি থেকে  ডাকাতরা নগদ ২৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতি করে চলে যাওয়ার সময় ডাকাতদল ককটেল ছুঁড়ে মারলে সাইফুল গুরুতর আহত হন।



ফতুল্লা থানাসূত্র জানিয়েছে,  গুরুতর আহত সাইফুলকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি একজন  জমি ব্যবসায়ী।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবন কান্তি সরকার বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, শনিবার রাত ৩টার দিকে ৮-১০ জনের একটি ডাকাতদল সাইফুলের বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে আটকে রেখে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২৫ লাখ টাকা লুট করে। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় ডাকাতদের নিক্ষিপ্ত একটি ককটেলের আঘাতে সাইফুল আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে সাইফুলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৬৫৩ ঘন্টা, জুন ২০, ২০১০।
এমএইচকিউ/এএইচএস /জেএম   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।