ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় পাটকল গুদামে রহস্যজনক অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
খুলনায় পাটকল গুদামে রহস্যজনক অগ্নিকাণ্ড খুলনায় পাটকল গুদামে অগ্নিকাণ্ড

খুলনা: খুলনা জেলার রূপসা উপজেলার জাবুসা গ্রামে গ্লোরি জুট মিল লিমিটেডে গুদামে রহস্যজনকভাবে আগুন লেগেছে।

রোববার (০৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। বেলা সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অভিযোগ উঠেছে, ব্যাংক ঋণের চাপ সামলাতে এবং বিমার টাকার ফায়দা হাসিল করতে পাটের গুদামে আগুন লাগানো হয়েছে। এর আগেও খুলনার একাধিক পাট গুদামে এ ধরনের ঘটনা ঘটে। যদিও বিষয়টি নিয়ে মালিকপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, শেখ মনিরুজ্জামানের মালিকানাধীন গ্লোরি জুট মিলের ১নং গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গুদামের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এ সময় বিপুল পরিমাণ মুজদকৃত পাট পুড়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।

খুলনার আঞ্চলিক ফায়ার সার্ভিস অফিসের উপ-পরিচালক মো. আবুল হোসেন জানান, ফায়ার ব্রিগেডের ৫টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

কীভাবে আগুন লেগেছে এবং কত টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।