ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে সড়ক ও জনপথ অধিদফতরের শ্রমিকদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
হবিগঞ্জে সড়ক ও জনপথ অধিদফতরের শ্রমিকদের কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: চাকরি নিয়মিত করার দাবিতে হবিগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের ওয়ার্কচার্জড শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

রোববার (০৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদফতরের শ্রমিক কর্মচারি ইউনিয়নের ডাকে এ কর্মসূচি পালন করা হয়।

শ্রমিক কর্মচারি ইউনিয়নের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মো. সফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন হবিগঞ্জ সড়ক ও জনপদ অধিদফতরের ওয়ার্কচার্জড শ্রমিকদের চাকরি নিয়মিত করার জন্য।

কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয় শ্রমিকদের চাকরি নিয়মিত করেননি। যতদিন পর্যন্ত তাদের দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন। এছাড়াও ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

হবিগঞ্জ সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম আজাদ বাংলানিউজকে জানান, শ্রমিকরা কর্মবিরতি পালন করায় রাস্তাঘাটে মেরামত কাজ বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবিগুলো কর্তৃপক্ষের নিকট অবগত করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।