ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুনর্বাসন দাবিতে খুলনায় হকারদের স্মারকলিপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
পুনর্বাসন দাবিতে খুলনায় হকারদের স্মারকলিপি পুনর্বাসন দাবিতে হকারদের স্মারকলিপি-ছবি-মানজারুল ইসলাম

খুলনা: খুলনায় ফুটপাত থেকে উচ্ছেদ করা হকারদের পুনর্বাসন দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসানের কাছে এ স্মারকলিপি প্রদান করেন মহানগর হকার্স ইউনিয়নের নেতারা।

স্মারকলিপিতে বলা হয়, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) যানজটের অজুহাতে গত ৭ জুন মহানগরীর ডাকবাংলো থেকে শহীদ হাদিস পার্ক পর্যন্ত সাড়ে ৪শ’ হকারকে উচ্ছেদের নোটিশ দেয়।

তবে তাদের পুনর্বাসনে বিকল্প কোনো ব্যবস্থা রাখা হয়নি।

হকারদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত মানবিক কারণে উচ্ছেদ না করার অনুরোধ জানানো হয় স্মারকলিপিতে।

খুলনা মহানগর হকার্স ইউনিয়নের সভাপতি শাহীন রেজা খান, সিপিবির খুলনা মহানগর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিনা মিজানুর রহমান, বিএনপি নেতা আবুল হোসেন বাবুসহ হকার্স ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।