ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
সাভারে বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ২

সাভার (ঢাকা): সাভারে বালুবোঝাই ট্রাক উল্টে রিকশার যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন।

শনিবার (০৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার পাকিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানা যায়, ঢাকাগামী একটি বালুবোঝাই ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা এলাকায় পৌছে একটি লেগুনাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাকে ধাক্কা দেয়।

এসময় ট্রাকটিও মহাসড়কের পাশে উল্টে যায়।

এসময় রাস্তার পাশে রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করলে বালুর নিচে চাপা পড়ে থাকা আরো একটি মরদেহ উদ্ধার করেন। এছাড়া এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছে। নিহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।