ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাড়ি দখলের মামলায় আমিনীর জামিন মঞ্জুর

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

ঢাকা: ইমলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সাবেক সাংসদ ফজলুল হক আমিনী রাজধানীর আবুল হাসনাত রোডের একটি বাড়ি দখলের মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন।

আজ সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবদুর রহিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত আমিনীসহ এ মামলার অপর ছয় আসামির জামিন মঞ্জুর করেন।



অপর আসামিরা হলেন আলী হোসেন, খালেদ মোশারফ, শফিকুর রহমান, হেদায়েত উল্লাহ, মুফতি তৈয়ব ও আবুল খায়ের।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০৩ সালের ৯ জুন আমিনীর নির্দেশে ওই ছয় আসামিসহ অপর ২৫ আসামি বাদীর আবুল হাসনাত রোডের বাড়িটি দখল করে লুটপাট চালায়।

এ অভিযোগে ২০০৭ সালের ২৭ ফেব্র“য়ারি বাড়ির মালিক মৌলভী রশিদ আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত করে ঐ বছরের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।