ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় পথচারী নিহত

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

কুমিল্লা: শহরের মোগলটুলী এলাকায় সোমবার সকালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।

প্রত্যদর্শীরা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, সকাল ৯ টার দিকে শহরের মোগলটুলী এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি বাস এক পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পরপর বাসের চালক ও যাত্রী শিক্ষার্থীরা দ্রুত বাস থেকে নেমে স্থান ত্যাগ করে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘাতক বাসটি আটক করে পুলিশ লাইনে নিয়ে যায়। নিহত পথচারীর পরিচয় নিশ্চিত করা যায়নি।

তবে তার পকেট থেকে কুমিল্লা আদালতে চলমান একটি মামলার নথি পাওয়া যায়। সেখানে বাদী মনির হোসেন(৫০), পিতা কালু মিয়া, উপজেলা দাউদকান্দি, থানা তিতাস, গ্রাম-জিয়ারকান্দি লেখা রয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।