ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পিলখানায় ২৪ রাইফেলস ব্যাটালিয়নের ৬৬৭অভিযুক্তের বিচার শুরু

স্টাফ করেসপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৪ ঘণ্টা, জুন ২০, ২০১০

ঢাকা : বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৬৬৮ জন জওয়ানের বিচার রাজধানীর পিলখানায় বিডিআর সদর দফতরে রোববার সকাল এগারোটায় শুরু হয়েছে।

দরবার হলে বসানো বিশেষ আদালত-৫ এ এই বিচারকাজের নেতৃত্ব দিচ্ছেন বিডিআরের নয়া-মহাপরিচালক মেজর জেনারেল মো: রফিকুল ইসলাম।



শুরুতেই মামলার প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল শামসুল ইসলাম মামলার বিবরণ পাঠ করে শোনান।

অভিযুক্ত ৬৬৮ জনের মধ্যে জয়নাল আবেদীন নামে এক জওয়ান মারা যাওয়ায় আজ ৬৬৭ জনের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়।

অভিযুক্তদের মধ্যে নয়জন নিজেদের আইনজীবী নিয়োগ করেছেন। এ ছাড়া মেজর সৈয়দ আহমদ ১০ জনের এবং মেজর ইমরান ৬৪ জনের আইনজীবি হিসেবে কাজ করছেন।

দুপুরের খাবারের বিরতির পর আদালত আবার বসেছে।

বাংলাদেশ সময় : ১৪৩৭ ঘন্টা, জুন ২০, ২০১০।
এমজেড/এমএইচকিউ/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।