ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ ২ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ ২ জনের মৃত্যু

ঢাকা: রাজধানীর মহাখালী ও বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাহিমা আক্তারসহ (২৫) ২ জনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ৯টা থেকে ১০টার মধ্যে পৃথক এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাহিমা পিপলস বিশ্ববিদ্যালয়ের বিবিএ- এর ছাত্রী।

তার বাবার নাম আবদুল বাসেত শিকদার। গ্রামরে বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া। বর্তমানে তার পবিবার সাভার এলাকায় থাকেন।

কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রাশেদ রানা জানান, রাত পৌনে ৯টার দিক কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। ঘটনাস্থলে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে তার বাবাকে খবর দিলে তিনি এসে মরদেহ শনাক্ত করেন। তিনি জানান, সবশেষ সন্ধ্যায় মেয়ের সঙ্গে কথা বলেছেন।  

এদিকে এ ঘটনার কিছু সময় পরেই বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) এ ব্যক্তির মৃত্যু হয়েছে।  

কমলাপুর রেলওয়ে থানার এএসআই রবি উল্লাহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুটো মরদেহই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
  
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।