ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেফতার ১

পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ধর্ষণে সহযোগিতাকারী তামান্না (১৮) নামে এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে ধর্ষিতা কিশোরীর বাবা বাদী হয়ে প্রতিবেশী নাসির মুন্সী (৫৯) ও তামান্না আক্তারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সোমবার (১৬ অক্টোবর) বিকেলে ওই কিশোরী প্রতিবেশী আলম মুন্সীর বাড়িতে টিভি দেখতে যায়।

সন্ধ্যার দিকে গ্রেফতার তামান্না কিশোরীকে ডেকে নাসির মুন্সীর ঘরে নিয়ে যায়। পরে নাসির মুন্সী মেয়েটিকে ধর্ষণ করে।

পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বাংলানিউজকে জানান,  মঙ্গলবার দুপুরে উত্তর শংকরপাশা গ্রাম থেকে তামান্নাকে গ্রেফতার করা হয়। নাসির মুন্সীকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

ধর্ষিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।