ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

৮০ দিন পর মারা গেলেন নিমতলীর আগুনে দগ্ধ সাহিদা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

ঢাকা: টানা ৮০ দিন পোড়া ক্ষতের অসহ যন্ত্রণা ভোগ করে পুরান ঢাকার নিমতলীর ভয়াবহ আগুনে দগ্ধ সাহিদা বেগম (৩৯) মারা গেছেন।

গত ৩ জুনের অগ্নিকাণ্ডে মারাত্মক আহত সাহিদার চিকিৎসা চলছিলো রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

সেখানে রোববার সকালে তার মৃত্যু হয়। তবে এ খবর তখনই পাওয়া যায়নি।

সেনানিবাস ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম রোববার দুপুরে সিএমএইচ থেকে সাহিদা বেগমের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করেন।

বিকেলে নিমতলী মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে সাহিদাকে দাফন করা হয়।

সাহিদা বেগম তার স্বামী শরফুদ্দিন আহমেদের সঙ্গে নবাবকাটরা রোডের (নিমতলীর) ৪৩/ই নম্বর বাড়িতে বসবাস করতেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।