ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার নেওয়াজী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
ময়মনসিংহে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার নেওয়াজী ময়মনসিংহে শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার নেওয়াজী

ময়মনসিংহ: ময়মনসিংহের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নির্বাচিত হয়েছেন এস এ নেওয়াজী।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে তার হাতে শ্রেষ্ঠত্বের সনদ ও পুরস্কার তুলে দেন উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝি।

এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঁঞা, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চলতি বছরের সেপ্টেম্বরে বিভিন্ন ক্ষেত্রে কর্মদক্ষতা ও সাফল্যের জন্য তাকে এ শ্রেষ্ঠত্বের এ পুরস্কার দেওয়া হয়।

এছাড়াও শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পুরস্কার পেয়েছেন হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিঞা, শ্রেষ্ঠ চোরাচালান ও মাদকদ্রব্য উদ্ধারকারী কর্মকর্তার পুরস্কার পেয়েছেন জামালপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তিকারী কর্মকর্তা হয়েছেন মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হামিদুর রহমান।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।