ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কোম্পানীগঞ্জে ১৬ হাজার তালের বীজ বপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
কোম্পানীগঞ্জে ১৬ হাজার তালের বীজ বপন

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে ১৬ হাজার তালের বীজ বপন করা হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নে এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।

প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক গ্রামীণ রাস্তায় এসব তালের বীজ লাগানো হচ্ছে।

কোম্পানীঞ্জের সকল ইউনিয়নে বেলা ১১ টায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রায় ১৬ হাজার তালের আটি বপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল ও সকল ইউপি সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।