[x]
[x]
ঢাকা, বুধবার, ১১ আশ্বিন ১৪২৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮
bangla news

কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১২ ১১:৩৮:২৪ এএম
কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

কসবায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার কুটি কালিয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা গজারিয়া পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ব্রা‏হ্মণবাড়িয়ার আখাউড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ২৫ জন যাত্রী গুরুতর ‍আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। এছাড়া দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে বরে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এনটি 

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa