ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বুড়িচংয়ে ইঁদুর মারার ফাঁদে পড়ে প্রাণ গেল যুবকের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
বুড়িচংয়ে ইঁদুর মারার ফাঁদে পড়ে প্রাণ গেল যুবকের

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় ইঁদুর মারার জন্য তৈরি বৈদ্যুতিক ফাঁদে পড়ে রবিউল ইসলাম (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে বুড়িচং উপজেলার কোরপাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল উপজেলার কোরপাই গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

 

স্থানীয় সূত্র জানা গেছে, কোরপাই গ্রামের সোহেল রানা তার জমির ধান ইঁদুরের আক্রমণ থেকে বাঁচানোর উদ্দেশে ধান ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন। ওই ফাঁদে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান রবিউল।  

এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে জানান, রবিউলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।