[x]
[x]
ঢাকা, সোমবার, ৮ আশ্বিন ১৪২৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮
bangla news

নেত্রকোনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১২ ১০:৪৭:২০ এএম
নেত্রকোনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪০

নেত্রকোনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪০

নেত্রকোনা: নেত্রকোনা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টের ভুক্ত আসামিসহ ৪০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএম আশরাফুল আলম বাংলানিউজকে জানান, সদর উপজেলা থেকে আট জন, পূর্বধলায় তিন জন, দুর্গাপুরে পাঁচ জন, কলমাকান্দায় ছয় জন, বারহাট্টায় তিন জন, মোহনগঞ্জে দুই জন, আটপাড়ায় সাত জন, কেন্দুয়ায় পাঁচ জন ও খালিয়াজুরিতে এক জন গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রত্যেকেই কোনো না কোনো মামলার আসামি। এছাড়াও মাদক সেবন ও বিক্রিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধেও মামলা করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এনটি

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa