ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইটনায় যৌন হয়রানির দায়ে ২ শিক্ষকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
ইটনায় যৌন হয়রানির দায়ে ২ শিক্ষকের কারাদণ্ড

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ইটনা উপজেলায় এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে দুই শিক্ষককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে ইটনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ইটনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম ও পাশ্ববর্তী ইটনা মহেষচন্দ্র মডেল শিক্ষা নিকেতন বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. সাইফুল ইসলাম খান।

ইউএনও মো. মশিউর রহমান খান বাংলানিউজকে জানান, এক ছাত্রীকে যৌন হয়রানী করার দায়ে রফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম খান নামে দুই শিক্ষককে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

এদিকে, বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় জ্যোতিষ দেবনাথ নামে এক যুবক উপজেলা পরিষদের একটি প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এসময় স্থানীয়‍রা তাকে আটক করে পুলিশে দেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

জ্যোতিষ দেবনাথ ইটনা উপজেলার পূর্বগ্রাম নাথপাড়ার সতিষ দেবনাথের ছেলে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad