[x]
[x]
ঢাকা, সোমবার, ৯ আশ্বিন ১৪২৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮
bangla news

হোসেনপুরে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১২ ৮:৪১:০৯ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মাদক সেবনের দায়ে তিনজনকে এক বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এ আদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ সার্কেলের পরিদর্শক মো. নুরুল আলম ও উপ-পরিদর্শক মো. মাহবুবুল আলম ভূঁইয়া।  

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মো. হাবিল মিয়া (২৯) ও বিল্লাল মিয়া (৩৫) এবং একই এলাকার মো. শাহাবুদ্দিন (৬২)। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ বাংলানিউজকে জানান, শাহেদল গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় ওই তিনজনকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে এ দণ্ডাদেশ দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এসআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa