[x]
[x]
ঢাকা, শনিবার, ৭ আশ্বিন ১৪২৫, ২২ সেপ্টেম্বর ২০১৮
bangla news

মির্জাপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-১০-১২ ১:৫৪:৩১ এএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আছিমতলা এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ছয়জন। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নওগাঁ জেলার দামুহাট এলাকার পলাশ (১৭) ও জয়পুরহাট জেলার গোপাল (২৫)। আহতদের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত সবাই বাসের যাত্রী। 

মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কপিল উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে আছিমতলা এলাকায় ঢাকা থেকে জয়পুরহাটগামী এসআই পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রী নিহত হয়। এসময় আহত হন আরো ছয় যাত্রী। 

তিনি আরো জানান, নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৭
এসআই

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa